March 13, 2007

গ্লোবাল ভয়সেস এবার বাংলায়

গ্লোবাল ভয়সেস সম্পর্কে আমি আগেও লিখেছি। এবার বাংলা ব্লগারদের জন্যে সুখবর। গ্লোবাল ভয়সেস এর কিছু ইন্টারেস্টিং পোস্ট পাওয়া যাবে বাংলায়, কারন এসে গেছে এর বাংলা ভার্সন। এখনো সাইটটি পুরো তৈরি হয়নি, টেস্টিং চলছে, আর তাই পোস্ট বেশি নেই, কিন্তু কিছুদিনের মধ্যেই দেশবিদেশের নানান ব্লগারদের মতামত আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারব বাংলায়।

গ্লোবাল ভয়সেস বাংলা - সাইটটা এখন থেকেই বুকমার্ক করে রাখুন।

8 comments:

debashish said...

Aparna, a request. Please increase the default font size of your blog, it's stoo small to read. Probably you know already you may do it by adding style, as follows:
<style>
<!--
body { font-size: 14pt }
-->
</style>

সৌরভ said...

দারুণ প্রয়াস ।
শুভ কামনা ।

Aparna Ray said...

ধন্যবাদ ওডিসিউস।

দেবাশিস, আমি ফায়ারফক্স ব্যবহার করি তাই প্রবলেম ফেস করি নি। আপনি মনে হয় ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। আমি ফন্ট সাইজ বড় করলে এদিকে বড্ড বড় হয়ে যাবে ভেবে করি নি। যাইহোক আপনার ফিডব্যাক পেয়ে অন্য ফন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছি দুটো ব্রাউজারেই যাতে ভালভাবে পড়া যায়। তত দিন প্লিজ, আপনার ব্রাউজারের ভিউতে গিয়ে টেক্সট সাইজ বড় করে পোস্ট পড়ুন।

debashish said...

Aparna,

I use Firefox only (It doesn't matter really because even IE provides facility to increase the text size of the page). For regular readers if may be difficult because logically if I can read English & Hindi with the normal size why can't I read Bangla too :)

Also, it hasn't got to do anything with what font you use, it depends on what font your reader's machine has (mine has "Likhan") because when using Unicode we don't specify any font, any Unicode font present on User's machine would do. If you see http://banglablogs.blogspot.com/, the post text is easier to read (I specified a bigger font size, 130%) while the one on the left sidebar is difficult to fathom, especially for people like me who are growing older :)

So in a nutshell it's prudent to specify a bigger "default" font size. Do email me if you need any help.

Thanks,

Aparna Ray said...

আশা করছি আর অসুবিধা হবে না।

Shohag Bhuiyan said...

ওফ! এত্তোদিনে! আমি একরকম বিরক্তই হয়েগিয়েছিলাম এই গ্লোবাল ভয়েসের উপর। এদেরকে মেইল করে অনুরোধও করেছিলাম বাংলা ভাষায় চালু করার জন্য। তা সেই বছরখানেক আগের কথা।
তাও ভালো। চালু'তো হয়েছে! :)

আর অপর্নাদি, ওয়ার্ড ভেরিফিকেশনটা উঠিয়ে দিলে হয় না? এই জিনিষটা বড্ড বিরক্ত লাগে!

Aparna Ray said...

আপনার রিকোয়েস্ট রাখলাম সোহাগ। দেখা যাক, স্প্যাম থেকে বাঁচা যায় কিনা। আচ্ছা, আপনার লেখা আর দেখতে পাই না কেন?

sadiphasan said...

আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের ভূমিকা অনেক। আমরা অনেকেই নানা রকম খাবার ভালোবাসি। আমরা সবাই কম বেশি মাছ ভালোবাসি। কিন্তু বর্তমানে তাজা বা টাটকা মাছ খোঁজে পাওয়া যাই না। আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ করছে? তাহলে ভিজিট করুন freshfishbd.