April 11, 2012

অলসতার পক্ষে

অলস থাকতে আমি ভালবাসি ভারি
অলসতা বড় দোষ, মানতে না পারি।
দৌড়ঝাঁপ জীবনে যেথা ধরে হাঁফ
থাক সেথা অলসের সাত খুন মাফ।।

February 20, 2011

মনে পড়া

বন্ধু তোকে মনে পড়ে হঠাৎ দুপুরবেলা,
যখন দেখি বারান্দাতে রোদ করছে খেলা,
কিংবা মনে তুই উঁকি দিস, হঠাৎ কোনো সাঁঝে,
যখন হ্য়তো বসে আছি অনেকজনের মাঝে।
সময় কাটে, দিন কেটে যায়, যায় রে বছর ঘুরে,
তোর সাথে আর হয় না দেখা, গেছিস বড্ড দূরে|
ভালোই আছিস এটা জানি, খবর উড়ে আসে,
কিন্তু...
ষোলোআনা মন ভরতো তু্ই থাকলে পাশে।


~ অপর্ণা
ফেব্রুয়ারি ২০১১

January 3, 2011

শুভ নববর্ষ

নতুন বছর সবার তরে
হোক অতিময় ভাল,
শান্তি, সুখ আর আনন্দেতে
দিনগুলি হোক আলো।।

October 10, 2008

শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা

সত্যি পূজো কাটল ভাল
দুগগা ঠাকুর, প্যান্ডেল, আলো
নানানরকম খাবার দাবার
আড্ডা মেরেই ছুটি কাবার
সকলকে জানিয়ে বিজয়ার প্রীতি
আজ টানলাম ছড়ায় ইতি

:D

October 8, 2008

ন্যানো কাহিনী

বুদ্ধ ভাবেন - ইস্‌ যদি
আমি হতাম নরেন্দ্র মোদী
ত্রিণমূলের মমতা
তার হোতো না ক্ষমতা
বলতে - আমার জমি চাই
নইলে ওকে টাটা বাই -
দেখে সকল রঙ্গ
ছাড়ল টাটা বঙ্গ!

April 5, 2008

অনুকাব্য

ব্লগ পড়াই হচ্ছে, লেখা আর হচ্ছে কই? যাই হোক, আজ অনেকদিন পর একটা অনুকাব্য লেখা হল, কালপুরুষের এই লেখাটার পরিপ্রেক্ষিতে

বুকের ভেতর কষ্ট চেপে
ছলনা ভাই যতই কর,
তিলে তিলে প্রতি দিনে
নিজেই হাজার মৃত্যু মর।

আমি বলি, তার চেয়ে ভাই,
বন্ধ করে মূকাভিনয়,
মনের গভীর ক্ষতগুলো
সারিয়ে তোলো, হয়ে নির্ভয়।।

January 9, 2008

এল ২০০৮

সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

আশা করি এবছর আরো নিয়মিত লিখবো ও আপনাদের লেখা পড়ব।