Showing posts with label ব্লগের খবরাখবর. Show all posts
Showing posts with label ব্লগের খবরাখবর. Show all posts

July 3, 2007

ব্লগিং এর একাল ও সেকাল

আজকাল 'রিয়েল টাইম ব্লগিং' বা 'লাইভ ব্লগিং' কথাগুলো শুনতে আমরা প্রায় সবাই অভ্যস্ত। যে কোনো ঘটনা, সেটা ঘটাকালীন, সেই ঘটনাস্থল থেকে ব্লগদুনিয়ায় রিপোর্ট করাকে লাইভ বা রিয়েল-টাইম ব্লগিং বলা হয়। অনেক সময় দেখা যায় যে চিরাচরিত মিডয়ার থেকে ব্লগাররা অনেক দ্রুত কোনো ঘটনাকে বা খবরকে জনসমক্ষে তুলে ধরতে পারছে।

কিন্তু ভেবে দেখতে গেলে, এই জিনিষটা কি আদৌ নতুন কিছু? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন আমরা দেখতে পাই যে সঞ্জয় সেই ১৮ দিনের মহা যুদ্ধের পুঙ্খানুপুঙ্খু বর্ণনা দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে, দিব্যচক্ষু দিয়ে সবকিছু দেখে, মানে একদম ফিল্ড থেকে সরাসরি রিপোর্টিং... আচ্ছা এটা কি একপ্রকার লাইভ ব্লগিং নয়?

আপনারা কি বলেন?

June 1, 2007

রাইসিং ভয়সেসঃ ‘ব্লগ আউটরীচ’ প্রজেক্টে মাইক্রো- গ্রান্ট দেবার জন্য প্রকল্প প্রস্তাব আহবান করা হচ্ছে।


আবেদন পত্র জমা দেবার শেষ তারিখ - ১৫জুন, ২০০৭।

রাইসিং ভয়সেস, গ্লোবাল ভয়সেস এর আউটরীচ (ব্লগ প্রসার) শাখা, কিছু নতুন আউটরীচ প্রজেক্টের জন্য মাইক্রো গ্রান্ট দিতে উদ্যোগি হয়েছে। প্রথম রাউন্ডে এইসব নতুন মিডিয়া প্রজেক্টে $১০০০ থেকে $৫০০০/- পর্যন্ত গ্রান্ট দেওয়া হবে। রাইসিং ভয়সেস জানাচ্ছে যে তারা সেই সব প্রোপোসালকে গুরুত্ত দেবে যেগুলোর মধ্যে প্রজেক্টের খুটিনাটি পরিস্কার ভাবে সব ডিটেল সহকারে লেখা থাকবে ও তারা সেইসব প্রজেক্ট খুজছে যেগুলো 'ইনোভেটিভ'।


এখানে প্রশ্ন উঠতে পারে যে আউটরীচ ব্যাপারটা কি? সোজা ভাষায়, সেই সব প্রজেক্ট যেখানে ব্লগিং, ভিডিও ব্লগিং, পডকাস্টিং জাতিয় নতুন সিটিজেন-মিডিয়াকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার উদ্যোগ নেওয়া হচ্ছে (ব্লগ প্রসার), বিশেষ করে সেই সব মানুষের মধ্যে যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন। প্রজেক্টের মূল উদ্দেশ্য হবে এই সব মানুষদের এই সব নতুন টেকনোলজির সাথে পরিচয় করানো ও সেখানো যাতে তারা তাদের আওয়াজ এই সব নতুন মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারে।

রাইসিং ভয়সেস চাইছে এইসব নানান ভাষার, নানান জাতির কথা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে। ইন্টারনেটে যে গ্লোবাল কথোপকথন চলে, তার এক জরুরি অঙ্গ হয়ে উঠুক এই সব নতুন কমিউনিটি এটাই তাদের মূল উদ্দেশ্য।

কিভাবে ও কোথায় আবেদন পত্র জমা দেবেন, তার সম্বন্ধে আরো জানতে পারবেন এখানে।

March 13, 2007

গ্লোবাল ভয়সেস এবার বাংলায়

গ্লোবাল ভয়সেস সম্পর্কে আমি আগেও লিখেছি। এবার বাংলা ব্লগারদের জন্যে সুখবর। গ্লোবাল ভয়সেস এর কিছু ইন্টারেস্টিং পোস্ট পাওয়া যাবে বাংলায়, কারন এসে গেছে এর বাংলা ভার্সন। এখনো সাইটটি পুরো তৈরি হয়নি, টেস্টিং চলছে, আর তাই পোস্ট বেশি নেই, কিন্তু কিছুদিনের মধ্যেই দেশবিদেশের নানান ব্লগারদের মতামত আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারব বাংলায়।

গ্লোবাল ভয়সেস বাংলা - সাইটটা এখন থেকেই বুকমার্ক করে রাখুন।

December 5, 2006

ভারতীয় ব্লগিং কমিউনিটি ও কিছু তথ্য

ভারতীয় ব্লগ দুনিয়া নিয়ে কিছু তথ্য প্রকাশ করেছে মাইক্রসফ্‌টের উইন্ডোস লাইভ অনলাইন সারভিসেস বিস্‌নেস। তারা তাদের রিসার্চ স্যাম্পেল হিসেবে নিয়েছেন তাদের পোর্টাল ভিসিট করেন এমন ১০০০ জনকে। সব মিলিয়ে এশিয়ার সাতটি দেশ থেকে ২৫০০০ মানুষ এই পোলিং এ যোগদান করেছেন। যদিও আমার মনে হয়না যে এই স্যাম্পেলটি খুব বেশি রিপ্রেসেন্টেটিভ ( কারণ অনেক ব্লগারই MSN পোর্টালটি সম্পর্কে খুব একটি উচ্ছসিত নন এবং হ্য়তো জানও না সেখানে ), তবুও যেহেতু ব্লগ দুনিয়া নিয়ে, বিশেষতো এখনো ভারতে তেমন কিছু মার্কেট রিসার্চ করা হয়নি তাই এই প্রয়াসকে একটি প্রথম ধাঁপ হিসেবে দেখা যেতে পারে। এবং নিঃসন্দেহে কিছু প্রাথমিক স্ট্যাটিস্‌টিক্স পাওয়া গেল এখানে ,, যেমন...
  • মাত্র 14% নেট সার্ফাররা নিয়মিত ব্লগিং করেন যদিও ৩৯% ব্লগ সম্পর্কে সচেতন। এখানে আমরা এখনো এশিয়ার এভারেজ (৪৬%) থেকে অনেক পিছিয়ে আছি।
  • ৪২% ব্লগ পড়েন পৃথিবীর নানান খবরাখবর জানার জন্য।
  • ৪৯% ব্লগ পড়েন নিছক মনোরঞ্জনের জন্য।
  • করপোরেট ও বিসনেস ব্লগিং এশিয়ার কোনো খানেই এখনো খুব একটা ছাপ ফেলতে পারেনি।
  • ভারতে ব্লগ রাজ্যের সিংহভাগ দখল করে আছেন পুরুষরা। ৭৬% ব্লগাররা হচ্ছেন পুরুষ।
  • ৫৪% ব্লগারদের বয়স ২৫-৩৫ এর মধ্যে, ৩২% ব্লগার ২৫এর নিচে ও ১৫% ৩৫এর উর্ধে।
  • ৩২% ব্লগার টেকনলজি নিয়ে লেখা পড়তে ভালবাসেন। ২৪% ভালবাসেন খবর ও শিক্ষা সম্বন্ধিয় লেখা পড়তে।
  • এশিয়ার মধ্যে ভারত একমাত্র দেশ যেখানে ২৪% ব্লগাররা পলিটিকাল নেতাদের লেখা ব্লগ পড়তে পছন্দ করেন ও বিসনেস জাতিয় ব্লগ পড়তে পছন্দ করেন ৫০% ব্লগার । এশিয়ার এভারেজ হছে ১৩% ও ২৬%।
  • ৭৭% ব্লগাররা মনে করেন যে সেলেব্রিটি ব্লগগুলি মনোরঞ্জনের ভাল উপাদান,
  • ২৫% ব্লগাররা মনে করেন যে ব্লগ হছে কারেন্ট এফ্যার্সের একটি দারুন মাধ্যম। ৫০% মনে করেন যে ব্লগে পাওয়া খবর অন্যান্য মেন স্ট্রিম মিডিয়ার মতনই সত্য ও গ্রহনযোগ্য।
  • ৫৮% ব্লগাররা ব্লগ লেখা শুরু করেছেন নিজেদের মনের ভাব তুলে ধরার জন্য। ৪০% লিখছেন অন্যদের আনন্দ দেবার জন্য।
  • ৪৭% ব্লগার জানিয়েছেন যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারা ও অন্যের লেখায় কমেন্ট করাই ব্লগিং এর আসল আনন্দ
  • ৯০% ব্লগার সপ্তাহে অন্তত ৫ঘন্টা কাটান ব্লগ পড়ে ও নিজের ব্লগ আপডেট করার কাজে।
  • প্রায় ৭৬% ব্লগার পরিবার ও বন্ধুবান্ধবদের লেখা ব্লগ অবশ্যই পড়েন। কলিগদের লেখা ব্লগও বাদ যায় না।

ব্লগারদের মতে, একটি ইন্টারেস্টিং ব্লগ তাকেই বলা যায় যেটা রেগুলারলি আপডেট করা হয়, যাতে নিত্য নতুন লেখা পাওয়া যায় এবং সেই লেখা উন্নত মানের। ব্লগে নানান ইন্টারেস্টিং ছবি, ভিডিও ইত্যাদি থাকলে সেটা হয়ে ওঠে আরো ইন্টারেস্টিং।

November 28, 2006

শব্দ কল্প দ্রুম

গত শুক্রবার কাজের মাঝে হঠাৎ ল্যাপ‌টপটা একটা অদ্ভুত শব্দ করে দুম করে বন্ধ হয়ে গেল, আর চালু হল না। দিজ্ঞজেরা জানাল যে হার্ড ডিস্কটা গেছে। এবং অবশ্যই আমি ব্যাকআপ নেবার কাজটি করার আগেই এটা হতে হল। প্রচুর লেখা, লিঙ্ক ইত্যাদি হারিয়ে গেল এক নিমেশে, একটু গাফিলতির জন্য। নতুন হার্ড ডিস্ক লাগিয়ে আবার নতুন করে সব শুরু করার পালা। কিছু সময় লাগবে ধাতস্ত হতে। হলেই আড্ডাতে ফিরে আসব।

November 22, 2006

লেখা হচ্ছে না

একটু ব্যস্ত আছি কাজকর্ম নিয়ে তাই ইচ্ছে থাকলেও লেখা হয়ে উঠছে না। আশা করছি এক-দুদিনের মধ্যেই আবার সময় পাব, ব্লগ পড়ার, ও লেখার।

November 3, 2006

ব্রাউজার কাহিনী

দারুন আনন্দে ব্লগার বিটায় ব্লগ পোস্ট লিখে IE7এ (হ্যা মানছি আমি এখনো আদিম যুগে বাস করি!) টেস্ট করে নামিয়ে দিলাম। এখন দেখছি ফায়ারফক্সে ব্লগটা খানিকটা জগাখিঁচুরির মতন লাগছে। কিভাবে এটাকে ঠিক করব বুঝতে পারছি না। কেউ সাহায্য করলে বাধিত হব।

কবে যে বাংলাটা সব ব্রাউজারে সমানভাবে প্রাধান্য পাবে ও গৃহীত হবে!সেদিন আমার মতন নন্‌-টেকি লোকেরা হাঁফ ছেড়ে বাচবে। সেই দিনের আশায় রইলাম।

#আপডেটঃ টেম্পলেট পালটে মনে হয় কাজ হয়েছে। আজ এখানেই ইতি টানি।

November 2, 2006

এক অন্য জানালা খুললাম

আগের ব্লগটা ওয়ার্ডপ্রেসে ছিল কিন্তু সেখানে ম্যানুয়ালি লেখার সাইজ পালটাতে পালটাতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তাই লিখতে ইচ্ছে হলেও লেখা হয়ে উঠছিল না আজ থেকে এখানে লেখা শুরু করলাম আশা করছি আরো রেগুলারলি লিখব

আমার আগের ব্লগের লেখাগুলো রইল এখানে