অণুকাব্য নামে এই ধরনের ছড়াকবিতা বাংলাদেশে একজন লেখেন। "দন্ত্যস রওশন" নামে। যেমন উনি লিখছেন.. "আমায় দেখে দরোজা দিলে, একি তাই তো তোমায় জানালা দিয়ে দেখি ।"
আমাদের দেশ হল নদী প্রধান। সেই কারনে আমাদের প্রিয় খাবার মাছ। মাছ ছাড়া আমাদের চলেই না। কিন্তু আজ কাল তাজা মাছ পাওয়া যায় না। সবাই অনেক সময় তাজা বা টাটকা এবং ফরমালিন মুক্ত মাছ খোঁজ করেন। ফরমালিন মুক্ত মাছ, তাজা সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ পেতে পারেন। তাহলে ভিজিট করুন freshfishbd.
7 comments:
হাহ হা।
মজার হয়েছে।
অণুকাব্য নামে এই ধরনের ছড়াকবিতা বাংলাদেশে একজন লেখেন।
"দন্ত্যস রওশন" নামে।
যেমন উনি লিখছেন..
"আমায় দেখে
দরোজা দিলে, একি
তাই তো তোমায়
জানালা দিয়ে দেখি ।"
পড়েছেন কখনো?
অনলাইনে নাই। বই আছে।
ইস্ দারুণ তো! না পড়ি নি। আমাদের এদিকে কি পাওয়া যায়? জানি না। জিজ্ঞেস করে দেখব। তবে আমার অলটাইম ফেভারিট হচ্ছে আবোলতাবোল।
বেশ লেগেছে হাঃ হাঃ হাঃ
এরকম আরো আসবে নিশ্চই?
ধন্যবাদ অমিত, নিশ্চয়... মনে এলেই লিখে ফেলব!হা হা হা!
এরকম আরও লিখুন না। আমরা পড়ব।
বা! দারুণ তো! খুব ভাল লাগল। আপনার সৃষ্ট ছন্দ মনে দোলা দেয়। আনন্দ অনুভূত হয়। মাঝে মাঝে এরকম লিখবেন এই প্রত্যাশা করি। ধন্যবাদ।
আমাদের দেশ হল নদী প্রধান। সেই কারনে আমাদের প্রিয় খাবার মাছ। মাছ ছাড়া আমাদের চলেই না। কিন্তু আজ কাল তাজা মাছ পাওয়া যায় না। সবাই অনেক সময় তাজা বা টাটকা এবং ফরমালিন মুক্ত মাছ খোঁজ করেন। ফরমালিন মুক্ত মাছ, তাজা সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ পেতে পারেন। তাহলে ভিজিট করুন freshfishbd.
Post a Comment