আজ আমার মধ্যে কবি কবি ভাব দেখা দিয়েছে। তাই পরন্ত বেলার সূর্যের দিকে তাকিয়ে, অনেকক্ষণ পেনের নিব চিবিয়ে, অবশেষে একটা দী্র্ঘশ্বাস ফেলে সাদা পাতায় লিখেই ফেললামঃ-
পান্তা ভাত আর পুঁটি,
ঝোলা গূড় আর রুটি,
শুঁটকি মাছের ঝাল,
খাইয়া হইল কাল।
তিল তিল করে তিলোত্তমা না হোক, তাল হলেও খারাপ হবে না...
1 comment:
খুব ভালো লাগল । চেষ্টা বা ইচ্ছা মানুষকে তার লক্ষ্যে পছাতে সাহায্য করে।
Post a Comment