September 15, 2007

এই আমি কবি

আজ আমার মধ্যে কবি কবি ভাব দেখা দিয়েছে। তাই পরন্ত বেলার সূর্যের দিকে তাকিয়ে, অনেকক্ষণ পেনের নিব চিবিয়ে, অবশেষে একটা দী্র্ঘশ্বাস ফেলে সাদা পাতায় লিখেই ফেললামঃ-
পান্তা ভাত আর পুঁটি,
ঝোলা গূড় আর রুটি,
শুঁটকি মাছের ঝাল,
খাইয়া হইল কাল।

তিল তিল করে তিলোত্তমা না হোক, তাল হলেও খারাপ হবে না...

1 comment:

saifulhasan said...

খুব ভালো লাগল । চেষ্টা বা ইচ্ছা মানুষকে তার লক্ষ্যে পছাতে সাহায্য করে।