December 5, 2006

ভারতীয় ব্লগিং কমিউনিটি ও কিছু তথ্য

ভারতীয় ব্লগ দুনিয়া নিয়ে কিছু তথ্য প্রকাশ করেছে মাইক্রসফ্‌টের উইন্ডোস লাইভ অনলাইন সারভিসেস বিস্‌নেস। তারা তাদের রিসার্চ স্যাম্পেল হিসেবে নিয়েছেন তাদের পোর্টাল ভিসিট করেন এমন ১০০০ জনকে। সব মিলিয়ে এশিয়ার সাতটি দেশ থেকে ২৫০০০ মানুষ এই পোলিং এ যোগদান করেছেন। যদিও আমার মনে হয়না যে এই স্যাম্পেলটি খুব বেশি রিপ্রেসেন্টেটিভ ( কারণ অনেক ব্লগারই MSN পোর্টালটি সম্পর্কে খুব একটি উচ্ছসিত নন এবং হ্য়তো জানও না সেখানে ), তবুও যেহেতু ব্লগ দুনিয়া নিয়ে, বিশেষতো এখনো ভারতে তেমন কিছু মার্কেট রিসার্চ করা হয়নি তাই এই প্রয়াসকে একটি প্রথম ধাঁপ হিসেবে দেখা যেতে পারে। এবং নিঃসন্দেহে কিছু প্রাথমিক স্ট্যাটিস্‌টিক্স পাওয়া গেল এখানে ,, যেমন...
  • মাত্র 14% নেট সার্ফাররা নিয়মিত ব্লগিং করেন যদিও ৩৯% ব্লগ সম্পর্কে সচেতন। এখানে আমরা এখনো এশিয়ার এভারেজ (৪৬%) থেকে অনেক পিছিয়ে আছি।
  • ৪২% ব্লগ পড়েন পৃথিবীর নানান খবরাখবর জানার জন্য।
  • ৪৯% ব্লগ পড়েন নিছক মনোরঞ্জনের জন্য।
  • করপোরেট ও বিসনেস ব্লগিং এশিয়ার কোনো খানেই এখনো খুব একটা ছাপ ফেলতে পারেনি।
  • ভারতে ব্লগ রাজ্যের সিংহভাগ দখল করে আছেন পুরুষরা। ৭৬% ব্লগাররা হচ্ছেন পুরুষ।
  • ৫৪% ব্লগারদের বয়স ২৫-৩৫ এর মধ্যে, ৩২% ব্লগার ২৫এর নিচে ও ১৫% ৩৫এর উর্ধে।
  • ৩২% ব্লগার টেকনলজি নিয়ে লেখা পড়তে ভালবাসেন। ২৪% ভালবাসেন খবর ও শিক্ষা সম্বন্ধিয় লেখা পড়তে।
  • এশিয়ার মধ্যে ভারত একমাত্র দেশ যেখানে ২৪% ব্লগাররা পলিটিকাল নেতাদের লেখা ব্লগ পড়তে পছন্দ করেন ও বিসনেস জাতিয় ব্লগ পড়তে পছন্দ করেন ৫০% ব্লগার । এশিয়ার এভারেজ হছে ১৩% ও ২৬%।
  • ৭৭% ব্লগাররা মনে করেন যে সেলেব্রিটি ব্লগগুলি মনোরঞ্জনের ভাল উপাদান,
  • ২৫% ব্লগাররা মনে করেন যে ব্লগ হছে কারেন্ট এফ্যার্সের একটি দারুন মাধ্যম। ৫০% মনে করেন যে ব্লগে পাওয়া খবর অন্যান্য মেন স্ট্রিম মিডিয়ার মতনই সত্য ও গ্রহনযোগ্য।
  • ৫৮% ব্লগাররা ব্লগ লেখা শুরু করেছেন নিজেদের মনের ভাব তুলে ধরার জন্য। ৪০% লিখছেন অন্যদের আনন্দ দেবার জন্য।
  • ৪৭% ব্লগার জানিয়েছেন যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারা ও অন্যের লেখায় কমেন্ট করাই ব্লগিং এর আসল আনন্দ
  • ৯০% ব্লগার সপ্তাহে অন্তত ৫ঘন্টা কাটান ব্লগ পড়ে ও নিজের ব্লগ আপডেট করার কাজে।
  • প্রায় ৭৬% ব্লগার পরিবার ও বন্ধুবান্ধবদের লেখা ব্লগ অবশ্যই পড়েন। কলিগদের লেখা ব্লগও বাদ যায় না।

ব্লগারদের মতে, একটি ইন্টারেস্টিং ব্লগ তাকেই বলা যায় যেটা রেগুলারলি আপডেট করা হয়, যাতে নিত্য নতুন লেখা পাওয়া যায় এবং সেই লেখা উন্নত মানের। ব্লগে নানান ইন্টারেস্টিং ছবি, ভিডিও ইত্যাদি থাকলে সেটা হয়ে ওঠে আরো ইন্টারেস্টিং।

1 comment:

মাল্যবান said...

সবে ব্লগিং শুরু করেছি। এই তথ্যটি আমাকে সমৃদ্ধ করলো।
মাল্যবান

http://malyaban.blogspot.com