November 3, 2006

ব্রাউজার কাহিনী

দারুন আনন্দে ব্লগার বিটায় ব্লগ পোস্ট লিখে IE7এ (হ্যা মানছি আমি এখনো আদিম যুগে বাস করি!) টেস্ট করে নামিয়ে দিলাম। এখন দেখছি ফায়ারফক্সে ব্লগটা খানিকটা জগাখিঁচুরির মতন লাগছে। কিভাবে এটাকে ঠিক করব বুঝতে পারছি না। কেউ সাহায্য করলে বাধিত হব।

কবে যে বাংলাটা সব ব্রাউজারে সমানভাবে প্রাধান্য পাবে ও গৃহীত হবে!সেদিন আমার মতন নন্‌-টেকি লোকেরা হাঁফ ছেড়ে বাচবে। সেই দিনের আশায় রইলাম।

#আপডেটঃ টেম্পলেট পালটে মনে হয় কাজ হয়েছে। আজ এখানেই ইতি টানি।

5 comments:

I said...

হ্যাঁ এখন আপনার ব্লগটা পরিষ্কার দেখতে পাচ্ছি । আসলে ফায়ারফক্সে অ্যালাইন জাস্টিফায়েড করলেই এই প্রবলেম হয় । অ্যালাইন জাস্টিফায়েড করলে টেক্সটের দুই দিক সমান হয় বলে দেখতে ভাল হয় । কিন্তু ফায়ারফক্সে পুরো ঘেঁটে যায় । এর সমাধাব হল টেমপ্লেটের কোড ম্যানুয়ালি এডিট করা ।
কিন্তু এ বিষয়ে ভাল জ্ঞান আমার নেই । অন্য কেউ জানালে বাধিত হব ।

Arijit said...

আমার আবার উলটো - ইন্টারনেট এক্সপ্লোরারে ব্লগ খুলতে গেলেই কি একটা ফাইল সেভ করতে চায় - এই যেমন আপনার ব্লগের জন্যে বলছে "খোলামনে.ব্লগস্পট[১]" সেভ করব কিনা...কি জ্বালা।

সৌরভ said...

ভালোই দেখা যাচ্ছে ফায়ারফক্স এ ..
এলাইনমেন্ট এ সামান্য সমস্যা আছে বোধহয় ।
টেমপ্লেট টাতে ফন্ট এর ব্যাপার স্যাপার কিছু এডিট করে দিলে সমস্যা দূর হওয়ার কথা ।
ভালো থাকুন ।

Aparna Ray said...

হমম, দেখছি কাউকে দিয়ে কোডটা ঠিক করানো যায় কিনা।

Aparna Ray said...

অরিজীত, আশা করি আপনার IE প্রবলেম সল্ভ হয়েছে।